বীরভূমের পাঁচটি পৌরসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: জেলার পাঁচটি পৌরসভা এলাকার জন্য আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পৌরসভার ভোট, চলবে সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এনিয়ে জেলা জুড়ে পৌরসভার ভোটকে ঘিরে মিছিল, মিটিং, দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার ইত্যাদি বিষয়ে জমে উঠবে ভোট পরব।৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন এবং নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

    ২০১৮ সালে কোথাও বা ২০২১ সালে পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এতদিন পৌর প্রশাসক নিয়োগ করে পৌরসভার কাজ চলছিল। পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হলে ও পৌর ভোট করানো হচ্ছে না, এই অভিযোগে শাষক দলের প্রতি সুর চড়ানো হয় বিধানসভা ভোটের আগে বিজেপির পক্ষ থেকে। শুক্রবার বীরভূম জেলার পাঁচটি পৌরসভা ভোটের জন্য জেলা তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলা সদর সিউড়ি পৌরসভার আসন সংখ্যা ২১টি, যারমধ্যে মহিলাদের জন্য ৭ টি আসন সংরক্ষিত। বোলপুরে মোট আসন ২২টি, মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে ৮টি। সাঁইথিয়া পৌরসভার আসন সংখ্যা ১৬ টি, মহিলাদের জন্য ৬ টি আসন সংরক্ষিত। রামপুরহাট পৌরসভার আসন সংখ্যা ১৮,এরমধ্যে মহিলাদের জন্য ৬ টি সংরক্ষিত। এবং দুবরাজপুর পৌরসভার মোট আসন সংখ্যা ১৬টি, যারমধ্যে ৫ টি আসন সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। নাম ঘোষিত হবার আগেই সিউড়ি পৌরসভার একটি ওর্য়াডে প্রার্থীর নামে দেওয়াল লিখনে বেশ সোরগোল ওঠে, যা আজকের তালিকায় সেই প্রার্থীর নাম রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।