নীতিশ কুমারের সাথে প্রশান্ত কিশোর! হতে চলেছে কি কোন নতুন রাজনৈতিক জোট?

নতুন গতি নিউজ ডেস্ক: শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একসঙ্গে নৈশভোজও করেছেন তাঁরা।

    যদিও এই বিষয়ে নীতীশ কুমারের বক্তব্য “এটা শুধুই একটা সৌজন্য সাক্ষাৎ। এর পিছনে কোনও কারণ খোঁজার যুক্তি নেই।”

    পিকেও বলছেন, নীতীশের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। কিছুদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন। সেসময় ফোন করে তাঁর খোঁজ নিতেই নাকি পিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নীতীশ।

    যদিও রাজনৈতিক মহল এই বৈঠকের পেছনে দেখতে পাচ্ছেন এক অন্য রাজনৈতিক অঙ্ক।

    প্রথমত, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন প্রশান্ত কিশোর। সেক্ষেত্রে নীতীশকে বিরোধী শিবিরে ভাঙিয়ে আনার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। বিভিন্ন রাজ্যের যা পরিস্থিতি তাতে শরিকরা ভোট না দিলে বিজেপি মনোনীত প্রার্থী নাও জিততে পারেন।

    আবার প্রশান্ত কিশোর নিজেও রাজনীতিতে ঢোকার চেষ্টা করছেন এই মুহূর্তে। নতুন করে রাজনীতিতে ঢোকার আগে প্রাক্তন বসের সঙ্গে স্রেফ শলা-পরামর্শ করার জন্যও এই বৈঠকটি করে থাকতে পারেন প্রশান্ত। বলে রাখা দরকার, প্রশান্ত একটা সময় নীতীশের দলের নম্বর টু হয়ে উঠেছিলেন।