হিজাব বিতর্ক: বিস্ফোরক জায়রা! “ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক” জানান তিনি

নতুন গতি নিউজ ডেস্ক: হিজাব বিতর্কে এবার বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। হিজাব বিরোধীদের সরাসরি আক্রমণ করে জায়রার বক্তব্য ইসলামে হিজাব বাধ্যতামূলক কোন পছন্দ-অপছন্দের ব্যাপার নয়।

    জায়রা বলেন ”হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই অজ্ঞানতাপ্রসূত। বেশির ভাগ ক্ষেত্রেই এটা অজ্ঞতা থেকেই আসে। হিজাব ইসলামে কোনও বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লার থেকে পেয়েছেন। যাকে তিনি ভালবাসেন এবং যাঁর কাছে নিজেকে সমর্পণ করেছেন।” সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ”আমি একজন মহিলা হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি।”

    যেভাবে মুসলিম মহিলাদের হিজাব ও শিক্ষার মধ্যে কোনও একটাকে বেছে নিতে হচ্ছে, তিনি জানিয়েছেন ”এভাবে তাঁদের একটি নির্দিষ্ট পছন্দ করতে বাধ্য করা হচ্ছে। এতে একটা অ্যাজেন্ডা পূরণ হচ্ছে। এবং তারপর ওই মহিলাদেরই সমালোচনা করা হচ্ছে, যাঁরা ওই তৈরি করা খাঁচায় আটকে পড়েছে।”