|
---|
দেবজিৎ মুখার্জি: সাংসদ পদ ফিরে পেলেও নিজের পুরনো বাংলোয় ফিরছেন না রাহুল গান্ধী। গত ১৬ আগস্ট দুপুরে বোন প্রিয়াঙ্কার সঙ্গে সফদরজং রোডের একটি বাংলো দেখতে যান রাহুল। ওই বাংলোয় একসময় থাকতেন মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা। সেই বাংলোতেও উঠতে পারেন ওয়ানড়ের সাংসদ।
কংগ্রেসের একটি মহলের বক্তব্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ।