|
---|
সজল দাশগুপ্ত,: জিম্বাবুয়ে ক্রিকেটের লিজেন্ড হিট স্ট্রিক বেঁচে আছেন। এদিন সকাল থেকেই তাঁর মৃত্যুর যে খবর ছড়িয়েছিল সেটি আসলে গুজব। জিম্বাবুয়ের আরেক কিংবদন্তি ক্রিকেটার হেনরি ওলোঙ্গার কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। উল্লেখ্য তিনি সপ্তমবারের মতো এডিট করে জানান যে স্ট্রিক বেঁচে আছেন।
ভিনদেশি হবার পরেও হিথ স্ট্রিক আমাদের অনেকের নিকট লড়াকু এক নায়কের নাম। নস্টালজিয়ায় ভরপুর এক আবেগ । তার দুর্দান্ত ফর্মের ওই সব দিনগুলোত সত্যি ভোলা যায় না। তার বল মোকাবিলা করতে অনেক তাবড় তাবড় ব্যাটসম্যানদের কাল ঘাম ছুটে যেত।তিনি এখানে বোলিং কোচ হিসেবেও অনেক সুন্দর সময় রেখে গেছেন।
ক্যান্সারের সাথে লড়ছেন স্ট্রিক। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা সেই লড়াইয়ে তিনি যেন সত্যি জয়ী হন। মৃত্যুর গুজব তার জীবনের আয়ুকে যেন আরও বাড়িয়ে দেয়।