পুরো নিগাম ভোট: সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি

নতুন গতি নিউজ ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি। চার পুরো নিগমের ভোটে সন্ত্রাস ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দায়ের মামলা। আর্জি জানানো হয়েছে দ্রুত শুনানিরও।

    সূত্র মারফত জানা যায় যে সেই আবেদন গ্রহণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে।

    বিজেপির বক্তব্য সুষ্ঠুভাবে হয়নি ভোট। প্রহসন হয়েছে গণতন্ত্রের নামে। বহু ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের লড়াইয়েরই সুযোগ দেওয়া হয়নি। এছাড়া বিধাননগর, আসানসোলে ভোটের দিন সন্ত্রাসের অভিযোগও তোলা হয়েছে। আগামী দিনের ১০৮টি পুরসভার ভোটে আরও হিংসার আশঙ্কা করা হচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনীরও দাবি তুলেছে গেরুয়া শিবির।

    সূত্র আরো জানান মামলায় কমিশনের আইনজীবী বদলের দাবিও রয়েছে। তাঁদের বক্তব্য দেখেশুনে হাই কোর্ট আবেদন গ্রহণ করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিজেপির দায়ের করা মামলার শুনানির সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।