সিউড়িতে তৃণমূলের বিক্ষোভ

দেবজিৎ মুখার্জি, বীরভূম: পুজোতেও অবরোধ। নবমীর সকালে সিউড়ির করিধ্যা গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের  করিধ্যা গ্রামে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ,  ছোড়া গ্রামের কাছ থেকে সিউড়ি শহরের ঢোকার মুখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে ক’টি ব্যানারের গেট ছিল সমস্ত গেটে তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।

    প্রতিবাদে করিধ্যা গ্রামের তেঁতুলতলা মোড়ের কাছে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেস। নবমীর সকালে রাস্তা অবরোধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। যদিও বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় কেউ এই ধরনের কাজ করতে পারে, বিজেপি এর সঙ্গে যুক্ত নয়।  এক্ষেত্রে তাঁরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাঁড়া করেছেন। তাঁদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও এমনটা হতে পারে। তবে পুজোর মধ্যে পোস্টার ছেঁড়া কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।