|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : নিজ বাড়ি থেকে নিউ ফারাক্কা স্টেশন যাওয়ার পথে বল্লালপুর ১২ নম্বর জাতীয় সড়কে (পুরাতন ৩৪ নম্বর) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এক যুবকের। শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ফরাক্কা থানার অন্তর্গত বল্লালপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম মোশাররফ ইসলাম(২৩)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মোশারফ ইসলামের এক ভাই ভিন রাজ্যে পড়াশোনা করতেন। শনিবার রাতেই ট্রেনে করে নিউ ফরাক্কা স্টেশনে নামার কথা। আর সেই ভাইকে আনতেই এদিন নিজ বাড়ি সাহেবনগর থেকে বাইক নিয়ে নিউ ফারাক্কা স্টেশন যাচ্ছিলেন মোশারফ ইসলাম নামে ওই যুবক। তখনই কার্যত বল্লালপুর জাতীয় সড়ক এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বাইক থেকে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাকে হায়াত মেডিকেল নামে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থা আশঙ্কাজনক হয় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই যুবক। মাত্র ২৩ বছর বয়সে যুবকের মৃত্যুতে কার্যতো শোকাচ্ছন্ন সামসেরগঞ্জের সাহেবনগর গ্রাম। এদিকে যুবকের মৃত্যুর পরেই দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।