|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : ১লা সেপ্টেম্বর ২০২৫ পুলিশ ডে উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার সাথে মানানো হল চন্ডীতলার একটি বেসরকারি লজে চন্ডীতলা থানার ওসি অনিল রাজকুমার মহাশয়ের নেতৃত্বে সমস্ত অফিসার দের নিয়ে। প্রসঙ্গত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ কমিশনার কমলাশিষ সেন মহাশয় এছাড়া এসডিপিও চন্ডীতলা সিআই এছাড়া অন্যান্য অফিসার বৃন্দ। প্রসঙ্গত দশটি স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। তাদের মেরিট প্রসঙ্গে পুলিশ কমিশনার কমলাশিষ সেন একের পর এক প্রশ্ন করেন ছাত্র-ছাত্রীদের এছাড়া তিনি তাদের সুপরামর্শ দেন। প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও প্রত্যেক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় একটি কাপ এছাড়াও মানপত্র এবং একটি করে চারা গাছ প্রদান করা হয়। ছাত্র-ছাত্রী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকগণ এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত চন্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয় অন্যান্য অফিসারদের নিয়ে যেভাবে অনুষ্ঠান করেছেন তাতে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ কমিশনার কমলাশিষ সেন এই অনুষ্ঠান তাকে মুগ্ধ করেছে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ কমিশনার কমলাশিষ সেন মহাশয় কে। উপস্থিত সাংবাদিকদের একটি করে চারাগাছ দেয়া হয়। আরও উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ওসি ও পুলিশ আধিকারিকগণ এবং আইনজীবী। পুলিশ ডে অনুষ্ঠানে হুগলি গ্রামীন পুলিশ কমিশনার কমলাশিষ সেন মহাশয় ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।