শরৎচন্দ্রের বাসভবনে দীনেশচন্দ্রের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : ৪ জানুয়ারি ২০২৬ শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হল ‘দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক’ ২০২৬ অর্পণ অনুষ্ঠান ও ‘হীরালাল সেন সাংস্কৃতিক সন্ধ্যা’ ২০২৬ ৷ আয়োজনে ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’, ভারত ৷ অধ্যাপক দীনেশচন্দ্র সেন ও তাঁর পিসতুতো ভাই চলচ্চিত্র পরিচালক হীরালাল সেনের কর্মকীর্তি নবীন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. রমজান আলি ৷ আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গীতিকণ্ঠ মজুমদার , বিশিষ্ট চিকিৎসক সাংস্কৃতিপ্রেমী ডা. সুব্রত ভট্টাচার্য , প্রাক্তন জাতীয় শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র ও প্রাক্তন শিক্ষক শিক্ষারত্ন সুকুমার রুইদাস। সভাপতির আসন অলঙ্কৃত করেন কবি , সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ড. সমীর শীল।

    এদিন ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণপদক পেলেন বিশিষ্ট সুন্দরবন গবেষক অধ্যাপক ড. অনিমেষ মণ্ডল ৷ সোসাইটির মুখপত্র ‘নব রূপেশ্বর’ পত্রিকা আনুষ্ঠানিক প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী ড. অরূপ মিত্র ও চিত্র পরিচালক ফ্রান্সিস রায়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী তপতি সামন্ত ও শিল্পী সুকন্যা সেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মী লাহা। উল্লেখ্য এদিন ‘ইতিহাসে উপেক্ষিত হীরালাল সেন’ নামে তথ্যচিত্র দেখানো হয়। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. বিমল কুমার থান্দার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচানা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেন।

    নতুন গতি

    News Publication