চারদিন ব্যাপী সারা বাংলা বাউল ও লোকশিল্পী মিলন উৎসব মেমারীর দেবীপুরে

নূর আহমেদ : এদিন শনিবার ২৮শে ডিসেম্বর পূর্ব বর্ধমানের মেমারি দেবীপুরে চার দিনব্যাপী সারা বাংলা বাউল ও লোকশিল্পী মিলন উৎসবের সূচনা হয়েছে.

    ব্যবস্থাপনায় দেবীপুর উত্তর বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী এবং আয়োজনে দেবীপুর উত্তর বাজার বাউল উৎসব কমিটি,
    প্রদীপ প্রজ্জলন করে এদিন এই বাউল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত বাউল শিল্পী শ্যামল দাস বাউল.

    বছরের শেষ দিন পর্যন্ত চলবে এই বাউল গানের অনুষ্ঠান অর্থাৎ এই চারদিন ব্যাপি বাউল উৎসবের আজ ৩১শে ডিসেম্বর শেষ দিন। এই অনুষ্ঠানে চার দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট শতাধিক বাউল শিল্পী অংশগ্রহণ করবেন বলে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে,

    সারা বাংলা বাউল ও লোকো শিল্পী মিলন উৎসব এবছর নবম তম বর্ষে পদার্পণ করেছে এবং প্রতিবছরই এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার প্রখ্যাত বাউল শিল্পীরা এই বাউল মেলায় অংশগ্রহণ করেন কিন্তু বর্তমানে ভিসা জনিত সমস্যা থাকার কারণে ওপার বাংলার কোন বাউল শিল্পী এই বাউল মেলায় অংশগ্রহণ করতে পারেননি,
    এই বাউল সৎসবে ছিলেন, পুলক বনিক, সুজাতা চক্রবর্তী।