ডানকুনি থানার পক্ষ থেকে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রী দের নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠিত হলো।

সেখ আব্দুল আজিম,ডানকুনি : গত ২৩ ও ২৪এ জুন চন্দননগর পুলিশ কমিশনারেট ডানকুনি থানার পক্ষ থেকে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রী দের নিয়ে একটি সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তাতে স্থানীয় স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সেই সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করার উদ্দেশ্যে আজ ৮ই জুলাই ২০২৫ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল।

    উপস্থিত ছিলেন ACP, CP সহ আরো অন্যান্য IPS অফিসাররা। এর সাথে গতকাল পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে যে ছাতা তে রংতুলি দিয়ে ট্রাফিক নিয়ম আঁকা হয়েছিল সেই সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের ও এদিন পুরস্কৃত করা হয়। IC শান্তনু সরকার এর তত্ত্বাবধানে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
    পুলিশ এর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ টাই ছিল এই প্রোগ্রামের মূল লক্ষ্য।