ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ

শেখ সিরাজ : ধনিয়াখালি থানার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাণপুরুষ স্বাধীনতা সংগ্রামী প্রয়াত জ্ঞানেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে ধনিয়াখালি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় ৩রা সেপ্টেম্বর বুধবার দুস্থ অসহায় মানুষদের ধনিয়াখালি লায়ন্স ক্লাব হাসপাতালে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের পূর্বে প্রয়াত জ্ঞানেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মোট ৪৫০ জন দুস্থ পুরুষ ও মহিলাদের হাতে বস্ত্র বিতরণ করা হয়।সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের স্থানীয় প্রেসিডেন্ট লায়ন দীপক শিকলি।সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অসীমা পাত্র,রিজিওনাল চেয়ার পারসন লায়ন সোমনাথ চক্রবর্তী,প্রাক্তন প্রেসিডেন্ট শুভাশিষ মুখার্জী, লায়ন নব কুমার কোলে,লায়ন্স হসপিটালের ম্যানেজার সৌমেন সিংহরায়,সাংবাদিক শেখ সিরাজ ,লায়ন আজিজুল ইসলাম,লায়ন প্রবীর কাড়ার প্রমুখ ।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শুভাশিষ মুখার্জী।