শঙ্করহাটি ১নং পঞ্চায়েতের উদ্যোগে দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হল মুন্সিরহাটে

ইলিয়াস মল্লিক, হাওড়া: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার সব বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই জেলায় জেলায় শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণের কাজ। ২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করা হবে। শনিবার সকাল থেকেই জেলা জেলায় রেশন দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতিধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ দিন লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছেন।

    জানা গিয়েছে, ইতিমধ্যেই হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে, শঙ্করহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে দীঘার জগন্নাথদেবের প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হল‌। এ দিন ‘জগন্নাথ ধাম দিঘা’ লেখা প্যাকেটে প্রসাদ বিতরণ করা হয়েছে। প্যাকেটের ভিতরে রয়েছে একটি করে পেঁড়া ও গজা। সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি। রেশন দোকানের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথদেবের মহাপ্রসাদ। রেশন দোকানে নামের লিস্ট ধরে মানুষের হাতে তুলে দেয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ।

    এদিন উপস্থিত ছিলেন শঙ্করহাটি ১নং গ্রাম পঞ্চায়েতে প্রধান বদরে আলম মহাশয়, শিল্প পরিকাঠামোর পরিচালক রাখো হরি ঘোষ, শিক্ষা ও জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত মহাশয়, গুমাঢাঙী গ্রামের সদস্য নবীন কোটাল মহাশয়।

    ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই প্রসাদ সকলে সাদরে গ্রহন করছেন। রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মত এটিও একটি অভিনব প্রচেষ্টা বলে মনে করছেন রাজ্যবাসী।