ডাম্পারের পেছনেই সজরে ধাক্কা যাত্রীবাহী বাসের।

নূর আহমেদ : ডাম্পার কে অতিক্রম করতে গিয়ে, ডাম্পারের পেছনেই সজরে ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মন্তেশ্বরের খাদরা মোড় এলাকায়। দূর্ঘটনার ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয় মালডাঙ্গা-মেমারি রাস্তায়। ব্যাহত হয় যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনায় কয়েকজন বাসযাত্রী আহত হন বলে জানান স্থানীয়রা। তবে বরাত জোরে বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন যাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল যাত্রীবাহী বাসটি অত্যন্ত দ্রুতগতিতে। মন্তেশ্বরের খাদরা মোড়ের কাছে একটি ডাম্পার কে অতিক্রম করতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা। দুর্ঘটনার জেরে সাময়িক ব্যাহত হয় মালডাঙ্গা-মেমারি রাস্তায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ।