একুশে জুলাইয়ের সমর্থনে মহিলা তৃণমূল কংগ্রেসের সভা

সেখ সামসুদ্দিন, ১২ জুলাই : মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির আহবানে মেমারি চকদিঘী মোড় জৌগ্রাম বাসস্ট্যান্ডে একুশে জুলাইয়ের সমর্থনে একটি সভা করা হয়। বৃষ্টিবিঘ্ন পরিবেশে সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নীলা মুন্সি মেমারি ১ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী গীতা দাস, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মানসুরা বেগম সহ সকল কাউন্সিলরবৃন্দ, মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শেষ মুহূর্তে এসে উপস্থিত হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, সভায় উপস্থিত সকল বক্তাগণ একুশে জুলাইয়ে কলকাতা যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান। জেলা মহিলা সভানেত্রী বিজেপি সহ বিরোধী দলগুলির সমালোচনা করার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে বক্তব্য রাখেন।