ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে গণিতে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে একদিনের গণিত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যাপক ড. পার্থ সারথি মুখোপাধ্যায় ও রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারি শিক্ষক ড. আব্দুল হালিম শেখ প্রশিক্ষণ দেন। গণিতের জটিলতা কাটিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে গণিত শেখা যায় এ বিষয়ে হাতে-কলমে বিশেষজ্ঞদ্বয় শিক্ষক-শিক্ষিকাদের ও ছাত্র-ছাত্রীদের আলাদা আলাদা ভাবে প্রশিক্ষণ দেন। ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান রামকৃষ্ণ মিশনের দুই শিক্ষাবিদকে অভ্যর্থনা জানান। ফ্রন্টপেজ অ্যাকাডেমির বালক বিভাগের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন।