| |
|---|

নিজস্ব প্রতিনিধিঃ ৭ই ডিসেম্বর রবিবার গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে **গোধুলীর অর্ঘ্য * পুস্তকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করা হয় কলকাতার বুদ্ধ * ধর্মাঙ্কুর* সভা গৃহে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি দেবনারায়ণ দাস। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক রাজীব শ্রাবণ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাহিত্যিক , কবি ও পত্রিকার চেয়ারম্যান বীরেশচন্দ্র ঘোষ, পত্রিকার সম্পাদিকা শুভ্রাদে, বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট কবি সুশান্ত ঘোষ, অংকুর সাংকৃতিক সংস্থা সম্পাদক অসিত বরন ভৌমিক, রীনা ভৌমিক, পত্রিকার সহ সম্পাদিকা নাসিরা বেগম প্রমূখ।
পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন এদিনের অতিথিরা। এদিন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দেব নারায়ন দাস রচিত তিস্তা পাড়ের উপকথা ও আশীষ কুমার দত্তের **সূর্যের ঋণ** কাব্যগ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
অনুষ্ঠানে নাচ, গান, বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। সুরেলা দরাজ কন্ঠে সংগীত পরিবেশন করেন সঞ্জীব দত্ত, শিশু শিল্পী আয়ূষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানের শাঁওলি মিত্র রচিত নাতবতী অনাথবৎ সাফল্যের সাথে পরিবেশন করেন বাচিক শিল্পী মৈত্রী সিংহ রায়। অনুষ্ঠানে গোধূলীর পত্রিকার সেরা পরিচালকদের মধ্যে প্রথম তন্ময় ঘোষ ও দ্বিতীয় নাসিরা বেগমকে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষক ও কবি অরূপ কুমার দাশ,পুজা দাশ ও সঞ্জীব দত্ত।


