গলসির পুরসায় স্বেচ্ছায় রক্তদান শিবির

আজিজুর রহমান,গলসি : গলসির পুরসায় স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। পুরসা দিশারী সেবা সংঘের পরিচালনায় মালাবদল বিয়ে বাড়িতে ওই রক্তদান শিবির করা হয়। যেখানে মৌলানা, সাংবাদিক মিলিয়ে মোট আশিজন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এলাকা সহ বিভিন্ন মানুষকে রক্ত পরিষেবা দিতেই ওই আয়োজন বলে জানা গেছে। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন গলসির ট্রাফিক ওসি নিয়ামতুল্লাহ মহম্মদ ইব্রাহিম, পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রাক্তন বিএমওএইচ ডাক্তার ফারুক হোসেন, শিক্ষক শেখ সাইফুদ্দিন মল্লিক, পুরসা হাসপাতালের ডাক্তার বাবু সায়ক জর্দার, ব্যবসায়ী মজফর আলম মল্লিক সহ অনেকে। এদিন এলাকার বেশকিছু সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিবিরে সংগৃহীত রক্ত টেরসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। পুরসা দিশারী সেবা সংঘের এমন আয়োজনের প্রশংসা করেছেন অতিথিরা।

    নতুন গতি

    News Publication