|
---|
“ভালোবাসা কেনো বোঝে না ” সিনেমার শুটিং শুরু মুর্শিদাবাদে
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ জেলার হরিমাটির এক বিলাসবহুল হোটেলে এগরা ফিল্মস নিবেদিত “ভালোবাসা কেনো বোঝে না ” সিনেমার শুভ মহরৎ হয়ে গেল ১৭ই ফেব্রুয়ারী বুধবার। সেই সাথে শুরু হলো সিনেমার শুটিং। সিনেমাটির পরিচালক অমিত হাজরা, কথা ও সংলাপ রচনা করেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ছেলে -সহিদুল ইসলাম। কাহিনী- বিকাশ হরিজন, মিউজিক -সাহিদ আনোয়ার (ডোমকল), এবং প্রযোজনা -অধীর হাজরা। সিনেমাটির বেশির ভাগ অভিনেতা -অভিনেত্রী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের। পরিচালক অমিত হাজরা জানান, এই সিনেমাটি মানুষের মনে আনন্দ দিবে,,। বাঙালি সিনেমা প্রেমী মানুষকে হল মুখি করবে বলেও আশাবাদী। এই সিনেমার স্কিপ্ট রাইটার সহিদুল ইসলাম বলেন, এই সিনেমার ঘটনাপ্রবাহ খুব সুন্দর। সিনেমাটি স্ব পরিবারে একসঙ্গে দেখতে পারবে। সিনেমাটি রোমান্টিক হলেও সব দিক থেকে জমজমাট হবে বলেও আশাবাদী।