বিহারে পাচারের আগেই ৫৭ পেটি মদ সহ দুজনকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ

ঘোষপুকুর: বিহারে পাচারের আগেই ৫৭ পেটি মদ সহ দুজনকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে এনজেপি থেকে বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে পাচার করার সময় ঘোষপুকুর টোল প্লাজার সামনে একটি মিনি পিকআপ ভ্যানকে আটক করে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ভ্যানটিতে গরুর খাদ্য বোঝাই করা ছিল। তল্লাশি চালাতেই বস্তার নীচে লুকিয়ে রাখা ৫৭ পেটি মদ বেরিয়ে আসে। পেটি গুলো থেকে মোট ১৬৫৭ টি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    পুলিশের অনুমান, বিহারে যেহেতু মদ বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে, তাই এগুলি চোরাপথে বিহারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ পিক ভ্যানচালক সন্দ্বীপ মাহাতো এবং সহকারি চালক মিনাজুল রহমানকে গ্রেফতার করেছে। ধৃতদের বাড়ি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তি নগর এলাকায় বলে জানা গিয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।