|
---|
নূর আহমেদ,মেমারি : ২৯ জানুয়ারি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে মেমারি থানার পুলিশ প্রতিনিয়ত মেমারি শহর সহ গ্রাম-গঞ্জে সচেতনতা প্রচার করছেন। বাইক চালানোর সময় হেলমেট পড়া যে অনিবার্য সে কথা আমরা সবাই জানি। কিন্তু মানে কজন? মঙ্গলবার রাতে মেমারি শহরে হেলমেট পড়ে এক ব্যক্তিকে সাইকেল চালাতে দেখা গেল। মেমারির বাসিন্দা সৌমিত্র সাধুখা দু’বছর ধরে পথ নিরাপত্তার কারণে হেলমেট পড়ে সাইকেল চালাচ্ছেন। তার কথায় রাস্তায় যেভাবে যানবাহন চলাচল বেড়েছে নিজের নিরাপত্তার স্বার্থে ও দুর্ঘটনা হলে নিজের মাথাকে বাঁচাতে তিনি হেলমেট পড়েই সাইকেল চালিয়ে কাজে যাওয়া আসা করেন। শুনবো কি বললেন সৌমিত্র সাধুখা এদিন বর্ধমান থেকে বাড়ি ফেরার পথে মেমারি বামুনপাড়ার মোড়ে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য হেলমেট পরিহিত সাইকেল আরোহী কে দেখে সাধুবাদ জানান । সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি থানার ট্রাফিক নোডাল অফিসার নানু দাস।