জামালপুর ব্লকের আবুজহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সর্বজনীন দুর্গাপুজো পরিক্রমা করা হয়

লুতুব আলি, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সর্বজনীন দুর্গাপুজো পরিক্রমা করা হয় এবং শ্রেষ্ঠ গুলিকে পুরস্কৃত করা হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা জানান, সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে এলাকাগুলি উৎসব মুখরিত হয়ে উঠেছে। সর্বজনীন দুর্গাপুজোয় সেরা মণ্ডপ সজ্জা, সেরা প্রতিমা, আলোক ও পরিবেশের উপর তিনটি সর্বজনীন দুর্গা পুজোকে পুরস্কৃত করা হয়। সেরার সেরা মন্ডপ সজ্জায় প্রথম স্থান পেয়েছে দস্তনপুর বারোয়ারি দূর্গা উৎসব কমিটি, দ্বিতীয় স্থান পেয়েছে সেরার সেরা প্রতিমায় পাঁচ শিমুল বারোয়ারি, তৃতীয় স্থান পেয়েছে সেরা সেরা আলোক ও পরিবেশে আঝাপুর বারোয়ারি। রমজান শা বলেন বাকি বারোয়ারি পুজোগুলি ও সকলেই পুরস্কার পাওয়ার মত যোগ্যতা অর্জন করেছে। সার্বিকভাবে এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই দুর্গাপুজোয় মেতে উঠেছেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিচারক কমিটি এলাকাগুলি পরিক্রমা করে এই তিনটি বারোয়ারি দুর্গোৎসব কমিটিকে নির্বাচিত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা।