|
---|
নিজস্ব সংবাদদাতা : শিক্ষা আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা অন্ধকার সমাজকে দূরে ঠেলে শিক্ষার আলোয় আলোকিত করে, নতুন সমাজ গড়ার পথে নিয়ে যেতে পারে। বর্তমানে বিশেষ করে আজকের দিনে অত্যন্ত আধুনিক ও উন্নতযুগে দুর্ভাগ্যবশত আর্থিক অবস্থার কারণে পিছিয়ে পড়া প্রজন্মের ছাত্র- ছাত্রীদের সঠিক শিক্ষার আলোর দিশায় উদ্ভাসিত করতে, শিক্ষা প্রদান এবং প্রশাসনিক বিভাগে বেশি বেশি করে প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ‘কে.এম. স্টাডি সার্কেল’ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এটি কে. এম. এডুকেশনাল এন্ড চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায়, যার মূল উদ্দেশ্য দক্ষিণ ২৪ পরগণায় মগরাহাট-১ নং ব্লকের মতো সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এতিম, দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ক্যারিয়ার কাউন্সেলিং করে আর্থ- সামাজিক এর সাথে সামঞ্জস্য রেখে উচ্চ শিক্ষায় কোর্স করাতে শিক্ষাকেন্দ্রিক বিভিন্নভাবে সহায়তা করা। প্রসঙ্গত , বাধা ধরা নিয়মে ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করলেও , তারপর আর্থ সামাজিক এর সাথে সামঞ্জস্য রেখে কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে দ্রুত সাফল্যের আঙিনায় পৌঁছে যাবে তা নিয়ে চিন্তিত ও হীনমন্যতা তে থাকেন শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবকরা ও তাই প্রত্যেক ছাত্র-ছাত্রী দের সমস্যা সমাধান করতে সঠিক ক্যারিয়ার কাউন্সেলিং প্রদানের জন্যে কে এম স্টাডি সার্কেল বদ্ধপরিকর।
প্রথম থেকেই ‘ কে. এম. স্টাডি সার্কেল’ শিক্ষাকেন্দ্রটি তার স্বতন্ত্র শিক্ষাদানের জন্য শিক্ষা জগতে প্রশংসিত হয়ে, প্রতিষ্ঠানটি সুপরিচিত লাভ করে। এখানে এক ছাদের তলায় WBCS সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকগণ দায়িত্ব পালন করেন। আধুনিক পাঠদান পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছে নৈতিক শিক্ষা, যা শিক্ষার্থীদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। প্রতিষ্ঠানটি এতিম, দুস্থ- মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ন বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ ব্যবস্থা করেছে, যা উন্নতসমাজে এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধুমাত্র শিক্ষার মান নয়, এখানে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বাড়ানো এবং খুব অল্প সময়ে দ্রুত ভবিষ্যৎ গড়ার পথেও সহায়তা করা হয়। প্রতি বছর মগরাহাট-১ ব্লকের অধিনস্ত সমস্ত উচ্চ- মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার ও স্কলারশিপ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এককালীন ও নিয়মিত স্কলারশিপ প্রদানের পাশাপাশি দুস্থ শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদানসহ বছরের বিভিন্ন সময়ে তাদের পরিবারে বিভিন্নভাবে পাশে থাকাও এই প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
*এক ছাদের তলায় শিক্ষাকেন্দ্রিক বহুমুখী পরিকল্পনা*:
‘কে. এম. স্টাডি সার্কেল’ শিক্ষাকেন্দ্রে শিক্ষার সমস্ত প্রয়োজন মেটানোর জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট অভিজ্ঞ শিক্ষক থাকায় শিক্ষার্থীরা খুব সহজেই জটিল বিষয়গুলো বুঝতে পারে।বই , নোট এবং সঠিক গাইডলাইন সরবরাহ করার পাশাপাশি নিয়মিত মক টেস্ট ও পর্যালোচনার মাধ্যমে তাদের শেখার অগ্রগতি নিশ্চিত করা হয়। মাসিক মোটিভেশনাল স্পিচ ছাত্র, ছাত্রীদের মধ্যে অনুপেরনা ও উৎসাহ জোগাতে বিশেষভাবে সহায়তা করে।
*পঞ্চম বছরে সাফল্যের ধারা*:
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের জন্য এই মহৎ উদ্যোগ এলাকার বাইরেও বিশেষ পরিচিতি লাভ করেছে। এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে ‘কে. এম. স্টাডি সার্কেল’ এক আলোক বর্তিকা হয়ে উঠেছে।পঞ্চম বছরে পদার্পণ করা এই প্রতিষ্ঠানটির লক্ষ্য আগামীতে আরও বড় পরিসরে শিক্ষার সুযোগ তৈরি করা এবং আরও বেশি সংখ্যক অভাবী মেধাবী এতিম ছাত্র- ছাত্রীদের কে সংযুক্ত করা। ভ্রাম্যমাণ লাইব্রেরী এর মাধ্যমে বিষয় ভিত্তিক প্রতিযোগিতামূলক ‘বই’ দুস্থ ছাত্র- ছাত্রীদের কাছে আশার আলো জোগাচ্ছে ধারাবাহিকতার সঙ্গে।
‘কে .এম. স্টাডি সার্কেলের’ পরিচালক মহাশয় হাসিবুর রহমান জানান এটি কেবলমাত্র শিক্ষাকেন্দ্র নয় , এটি একটি বিশেষ শিক্ষা আন্দোলন। প্রশাসনিক স্তরে বিভিন্ন বিভাগে প্রতিনিধিত্ব বৃদ্ধির মাধ্যমে সমাজ পরিবর্তনের এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি। জাতির সেবায় নিয়োজিত ও মানবকল্যাণ্যে নিবেদিত আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ ও উদ্দেশ্যকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত ও বিকশিত করে তুলতে সকল সমাজ সচেতন,শিক্ষা প্রেমী ও শিক্ষাদরদী মানুষের আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত মতামত কামনা করি।