|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : দীর্ঘদিন ধরে চলছে কেন্দ্রীয় সরকারের গঙ্গার জল সরবরাহ প্রকল্প। বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও জোর কদমে চলছে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে মাটি খুঁড়ে পাইপ বসানোর কাজ। দীর্ঘদিন ধরে চললেও অনেক জায়গায় এখনো অসমাপ্ত রয়ে গেছে এই প্রকল্পের কাজ। জনকল্যাণমুখী এই প্রকল্পের ফলে রাস্তার পাশে মাটি খোঁড়া হলেও কিন্তু পাইপ বসানোর পর রাস্তা গুলো আর মেরামত হচ্ছে না। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রায়শ চার চাকা ও ট্রাক গুলোর চাকা বসে যাচ্ছে অথবা গাড়ি পাল্টি খাচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষায় থাকছে পিছনের গাড়িগুলো। গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা আরো খারাপ। রাস্তা খোঁড়ার ফলে বেশ সংকীর্ণ হয়ে পড়েছে এসব রাস্তা গুলি।ফলে যানজটের সৃষ্টি হচ্ছে প্রায়শ।