|
---|
সুর ইসলাম, মেমারি:৩০ জুন : ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বর্ধমানের অন্যতম প্রাচীন সাহিত্য সংস্থা কবিতা সন্ধ্যার ৪৭৩ তম সাহিত্য সভা টি অনুষ্ঠিত হল রবিবার ৩০ জুন বাবুরবাগে কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরীর বাসভবনে। বৈকালিক এই মহতী অনুষ্ঠানে সংস্থার সভাপতি শ্যামল বারুরী, সংস্থার সম্পাদক কুশল দে, প্রাবন্ধিক ও গবেষক ভবতোষ দাস, কবি মাধুরী অধিকারী এবং বিশিষ্ট সঞ্চালক, সম্পাদক ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরীর উপস্থিতিতে প্রায় পঁয়ত্রিশ জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সঙ্গীত,বক্তব্য, আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতা সন্ধ্যার এই বৈকালিক মহতী অনুষ্ঠান সুচারু হয়ে ওঠে। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন দীপেন্দ্র নাথ শীল, সুবীর রায়, ডাঃ সেখ সাবের আলি, তাপস ভূষণ সেনগুপ্ত, সুব্রত মজুমদার, কল্পনা রায়,কানাই লাল বিশ্বাস, সুফি রফিক উল ইসলাম, মানস দত্ত, সুভাষ বসু, কৃষ্ণা গাঙ্গুলী, করবী রায়, বর্ণালী কুন্ডু, দীপা কুমার, বিউটি সান্যাল, নিয়াজুল হক, রাম আশিস মুখার্জী, ক্ষেত্রনাথ দে, সঞ্জয় চট্টোপাধ্যায়, অশোক সরকার, কিশোর ব্যানার্জী, সব্যসাচী বক্সী, সর্বানন্দ মাজি প্রমুখ বিশিষ্টজনেরা।