মুক্তবাংলার রাঢ় সাহিত্য সন্মেলন বর্ধমানে

আলিফ ইসলাম,মেমারি : ৩০ জুন : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মুক্তবাংলা পত্রিকার সাহিত্য চর্চার আসরের উদ্যোগে ৩০ জুন রবিবার সারাদিন ব্যাপী আয়োজিত হল রাঢ় সাহিত্য সন্মেলন-২৪ বর্ধমানের ভাতছালার লায়লা ভবনে। দশম বর্ষের এই মহতী সাহিত্য সন্মেলনে বৃষ্টি বিঘ্নিত অবস্থা কে সঙ্গে নিয়ে সাহিত্য চর্চার আসরের সভাপতি তাপস ভূষণ সেনগুপ্ত ও সম্পাদক অশোক বর্মন, মুক্তবাংলার কর্ণধার প্রসেনজিৎ সামন্তের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিবরাম মজুমদার, সৌম্য পাল সহ আরো অনেকের সচেতন সহযোগিতায় প্রায় দেড় শতাধিক কবি এবং সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্বের অংশগ্রহণ ঘটেছিল। বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশ চন্দ্র সরকার এবং আব্দুর রব, প্রদীপ রহমান, বিশ্বনাথ রায় প্রমুখ কর্মাধ্যক্ষ গণ কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই মহতী সভায় উপস্থিত হয়েছিলেন। দুই বর্ধমান জেলার সঙ্গে দুই চব্বিশ পরগনা জেলা, নদীয়া, হুগলি, হাওড়া প্রভৃতি জেলা থেকেও কবি সাহিত্যিকগণ উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকের জন্য সন্মাননা পত্র, স্মারক, টিফিন ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল। মিনতি গোস্বামী,দীপেন্দ্র নাথ শীল,তাপস কুমার পাল, কল্পনা রায়, নারায়ণ চন্দ্র পাল, ডাঃ সেখ সাবের আলি, ডাঃ সদরুল আলম, মোমিনুল ইসলাম,সেখ সাদরে আলম,সেখ জানে আলম, তন্দ্রা বসু,কেকা মল্লিক, বেনজির নাজ, তন্দ্রা মন্ডল, মঞ্জুরী খাতুন, দেবলীনা খান্না, সুজাতা দাস, নন্দিতা সাহু, দেবশ্রী চ্যাটার্জী পাল, সবিতা চ্যাটার্জী, সবিতা গোস্বামী, গীতা দত্ত, অহংজিৎ বসু, সুবীর রায়, সুফি রফিক উল ইসলাম, স্বরূপ মুখার্জী, চৈত্র কুমার প্রামানিক,অঞ্জন কুমার ঘোষ, সেখ মহম্মদ ইউনুস,সেখ হাসানুজ্জামান,সেখ নাসিবুল আলি, হারুন অল রশিদ, সব্যসাচী কোনার, দেবনাথ মুখার্জী, দুলাল দাস, সুশান্ত পাড়ুই, দুলাল সুর, এহসান সনম, সেখ হাফিজুর রহমান, সন্দীপন গুপ্ত, রাম আশিস মুখার্জী, শুভেন্দু চক্রবর্তী, বিমান মুখার্জী,মহম্মদ শহীদুল্লাহ,সেখ রমজান, অশোক সরকার, চন্দন রায়, বিউটি সান্যাল, মুক্তা রায়, দীপা কুমার, জয়শ্রী চক্রবর্তী, শম্পা চক্রবর্তী, শুক্লা গাঙ্গুলী, বরুণ মজুমদার, দুর্গাপদ রায়,সেখ আজিমুল হক,সেখ মালেক জান, ফজলুল হক,গুরুপদ সাঁতরা,তপন জ্যোতি চৌধুরী,গোপা সরকার, কিশোর ব্যানার্জী, সর্বানন্দ মাজি, সুকুমার মালিক, শুভজিৎ মজুমদার,সৈয়দ মুশারফ আজম, দীপঙ্কর বিশ্বাস, সীতারাম ঘোষ প্রমুখ এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।