|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় মেমারি থানার উদ্যোগে মেমারির গন্তার ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো চার দলীয় ফুটবল প্রতিযোগিতা। সোমবার দুপুর ১ টা নাগাদ প্রথম খেলাটি শুরু হয়। আমাদপুর ক্লাব, ও খাঁড়ো যুবক সংঘ। খাঁড়ো যুবক সংঘ ৫– ৪ গোলে আমাদপুর ফুটবল ক্লাব কে হারায়। ফাইনাল খেলার মুখোমুখি হয়। খাঁড়ো যুবক সংঘ বনাম সাতগেছিয়া ফুটবল একাদশ। খেলাটি টাইব্রেকারের মাধ্যমে মিমাংসিত হয়। খাঁড়ো যুবক সংঘ ৪–২ গোলে সাতগেছিয়া ফুটবল একাদশ কে হারিয়ে জয়ী হয়। ফাইনাল খেলার আগে একটি প্রীতি ম্যাচ হয়। মেমারি থানা একাদশ ও মেমারি বিডিও একাদশ। মেমারি থানা একাদশ ১ গোলে হারায়, মেমারি বিডিও একাদশ কে। জয়ী হয় মেমারি থানা একাদশ। সব জয়ী এবং বিজিত দলকে ট্রফি তুলে দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন, ডি,এস,পি মিজানুর রহমান,সি,আই, বি, বিশ্বজিৎ মন্ডল, ওসি প্রীতম বিশ্বাস,মেমারি ১–২ বিডিও ও আরও অন্যান্য ব্যাক্তিবর্গ।