মিষ্টি মহল আনুষ্ঠানিক উদ্বোধন হল

সংবাদদাতা : নতুন বছরকে স্বাগত জানিয়ে হুগলির খানাকুলে ঘোষপুর হাটতলায় মিষ্টি মহল নতুন ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন হল।উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিষ্ট্রেট অমর্ত্য দেবনাথ,আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আব্দুস সাবুর কাসেমী,ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ হায়দার আলী, স্থানীয় পুলিশ ফাঁড়ির ইন্চার্জ কাঞ্চন, মিষ্টি মহলের কর্ণধার আমজাদ আলী চৌধুরী,সমাজসেবী আজিজুল মল্লিক সহ অন্যান্য সমাজের বিশিষ্টজনেরা।মিষ্টি মহলের কর্ণধার আমজাদ আলী চৌধুরী বলেন সরকারি নির্দেশ মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে উদ্বোধনী অনুষ্ঠান।নিত্য নতুন মিষ্টির স্বাদ গুণগত মান বজায় রেখে মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমাদের এই শুভ প্রয়াস, মিষ্টি মহলে সকলকেই স্বাগতম।

    নতুন গতি

    News Publication