ছেলের স্মৃতিতে মায়ের উদ্যোগে রক্তদান শিবির রাজনগরে

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    ছেলের স্মৃতিতে মায়ের উদ্যোগে শনিবার রক্তদান শিবিরে আয়োজিত হল রাজনগরে। রাজনগরে ক্যারাটে একাডেমীর কর্ণধার রেশমি দে তাঁর ছেলে সৌভিক আঢ্য-র স্মৃতিতে রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।
    রেশমি দের মা মিনতি দে এদিন ফিতে কেটে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। রেশমি দে জানান গত সাত বছর আগে তার একমাত্র ছেলে সৌভিক দে মাত্র ১৯ বছর বয়সে বিএ পাঠরত অবস্থায় ইহলোক ত্যাগ করে। তার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি মেটানোর উদ্দেশ্যেই তার ছেলের স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা এ দিন রক্তদান করেন। রেশমি দে নিজেও এদিন এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। রেশমি দের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।