নবাবপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) নবাবপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আকবর আলী মঞ্চ আলিপুর জীবনকৃষ্ণ বিদ্যালয়ে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষরা মহিলা সহ
১৫০ জন রক্ত প্রদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার এছাড়া চন্ডীতলা এক নম্বর পঞ্চাশ সমিতির সভাপতি মলয় ‌খা এছাড়া সুরজিৎ মন্ডল হুগলি জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি দেবযানী ব্যানার্জি
ছাড়াও চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি
মহাশয় চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মোশারফ হোসেন ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যবৃন্দ। নবাবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন যারা স্বেচ্ছায় রক্ত প্রদান করেছেন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো জানান সাধারণ মানুষের রক্ত দেওয়ার উৎসাহ দেখে তারা ভীষণ আপ্লুত।

    নতুন গতি

    News Publication