|
---|
নূর আহমেদ : মেমারি চক্রের বাগিলা কানাইলাল পাল স্মৃতি তপঃ অবৈঃ প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হলো নবীন বরণ অনুষ্ঠান।২০২৫ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া ৩৪ জন ছাত্র ছাত্রীকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয় ও হাতে তুলে দেওয়া হয় চকলেট, পেন্সিল, রাবার, শার্পনার । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিশেষ মিড ডে মিলেরও ব্যবস্থা করেন।