NTPC Farakka Celebrates 45th Raising Day with Pride and Commitment to Nation Building

বিদ্যুৎ উৎপাদনে চার দশকের সাফল্য: ৪৫তম রেইজিং ডে-তে এনটিপিসি ফারাক্কার অঙ্গীকার

 

     

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, ফারাক্কা: আজ প্রশাসনিক ভবন প্রাঙ্গণে অত্যন্ত গৌরব ও উৎসাহের সঙ্গে তাদের ৪৫তম রেইজিং ডে উদযাপন করা হয়। চার দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ উৎপাদন ও দেশগঠনে অবদানের এই গৌরবময় যাত্রা উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপিসি ফারাক্কার হেড অব প্রজেক্ট শ্রী দেবব্রত কর।

     

    অনুষ্ঠানের সূচনা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং এনটিপিসি পতাকা উত্তোলনের মাধ্যমে। পরবর্তীতে এনটিপিসি গীত পরিবেশন, সিআইএসএফ কন্টিনজেন্টের পরিদর্শন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়—যা কর্মীদের মধ্যে ঐক্য ও গর্বের অনুভূতি আরও দৃঢ় করে।

     

    সমবেতদের উদ্দেশে ভাষণে শ্রী দেবব্রত কর ১৯৮১ সালে যাত্রা শুরু করা এনটিপিসি ফারাক্কার দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন। তিনি জানান, আজ এটি ২১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সুপার থার্মাল পাওয়ার স্টেশন হিসেবে নিরাপত্তা, কর্মদক্ষতা, টেকসই উন্নয়ন ও মানুষকেন্দ্রিক বৃদ্ধির উপর জোর দিয়ে এগিয়ে চলেছে। পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র হিসেবে ফারাক্কার সাফল্যের পেছনে প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা ও শৃঙ্খলার ভূমিকাকে তিনি বিশেষভাবে প্রশংসা করেন। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে সাফল্য, নিরাপত্তা উৎকর্ষ, পরিবেশ সংরক্ষণ, সিএসআর কার্যক্রম এবং জাতীয় স্তরের স্বীকৃতির কথাও তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদিতা লেডিজ ক্লাবের সভাপতি শ্রীমতী সৌম্য কর, জিএম (ও অ্যান্ড এম) শ্রী রাজশেখর পালা, জিএম (বিই ও ইএমজি) শ্রী সতীশ এস, জিএম (অপারেশন ও এফএম) শ্রী এ আর মোহান্তি, অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, সিআইএসএফ কর্মীরা, এনটিপিসি কর্মী ও তাঁদের পরিবারবর্গ।

    ৪৫তম রেইজিং ডে উপলক্ষে এই উদযাপন গত ৪৪ বছরের নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন, টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির প্রতি এনটিপিসি ফারাক্কার অটুট অঙ্গীকারকে পুনরায় দৃঢ় করল—যা এনটিপিসির সামগ্রিক লক্ষ্য ও ভারতের উন্নত জাতি হওয়ার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    নতুন গতি

    News Publication