পাত্রসায়ের ব্লকের বিডিও সহ থানার ও সি-র সাথে সৌজন্য সাক্ষাৎ বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের।

আর. এ. মন্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে আজ ২৮ জানুয়ারি বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার ও সি সৌমেন ভট্টাচার্য্য এবং ব্লক উন্নয়ন আধিকারিক সুুভাষ বিশ্বাস মহাশয়ের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয় পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক। অতঃপর সবার কল্যাণ সাধনে বিশেষ প্রার্থনা।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন , জেলা সম্পাদক ক্বারী মুহিব্বুল্লাহ ও মাওলানা আসাদুল হক, কোষাধ্যক্ষ হাফিজ আশরাফ, পাত্রসায়ের ব্লক সভাপতি ক্বারী জিয়াউদ্দিন, ব্লক সহ সভাপতি মুফতি সাদ্দাম হোসেন,ব্লক সহ সম্পাদক মাওলানা সুজাউদ্দিন, মাওলানা ওসামা প্রমুখ।
উল্লেখ্য প্রসাশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতার নিমিত্তেই এই সৌজন্য মূলক সাক্ষাৎ বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।