বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়িতে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের বৈঠক

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূম জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সিউড়িতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন।
    আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে জেলার কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন।
    যদিও এই বৈঠকে কংগ্রেসের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ উপস্থিত ছিলেন না। এদিন
    নব-নির্বাচিত জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় ও রাজ্য কংগ্রেস সম্পাদক (সাংগঠনিক) সঞ্জয় অধিকারীকে সংবর্ধনা দেওয়া হয়। দল ছেড়ে যাওয়া পুরনো কর্মীদের দলে ফের ফিরিয়ে নেওয়া হল। প্রসঙ্গত: উল্লেখ্য প্রাক্তন জেলা সভাপতি মিল্টন রশিদের সময়ে এসব কংগ্রেস কর্মীরা দলের বাইরে ছিলেন, তাঁদের দলে আবার ফিরিয়ে নেওয়া হয়।
    জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় বলেন কালীপুজোর পরেই জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ব্লকে কংগ্রেসের পদযাত্রা কর্মসূচি শুরু হবে।
    রাজ্য সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী বলেন কর্মীদের একসাথে নিয়ে সকলকে কাজ করতে হবে।
    রাজনগরের কংগ্রেস ব্লক সভাপতি বুদ্ধদেব দাস বলেন দলের সমস্ত কর্মীরা একজোট হয়ে লড়াই করলে জয় আসবেই।
    এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের সভাপতি সৌভিক হাজরা, মহিলা সভানেত্রী রত্না দাস, জেলার বিভিন্ন ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিরা সহ অন্যান্য কংগ্রেস নেতারা।