| |
|---|

খান আরশাদ, বীরভূম:
“আই লাভ মোহাম্মদ” বিষয়ক কর্মসূচি পালনকারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হল রাজনগরের গাইসাড়া গ্রামে। সম্প্রতি আই লাভ মোহাম্মদ বিষয়ক ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে কর্মসূচি পালনকারীদের ওপর অন্যায় ভাবে অত্যাচার চালানো হচ্ছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এ রাজ্যের বিভিন্ন স্থানে। সেরকমই মঙ্গলবার বীরভূমের রাজনগর ব্লকের গাইসাড়া গ্রামে পীর সাহেব সৈয়দ সাইফুল হোসেন বোখারীর উদ্যোগে মাজার শরীফ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় রাজনগর খয়রাশোল দুবরাজপুর সিউড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূম সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যেরও বহু গ্রাম থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ জমায়েত হন। পাশাপাশি এ বিষয়ে গণ স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি বীরভূম জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোও হবে বলে জানা যায়। এদিন প্রতিবাদ সভায় প্রধান বক্তারূপে বক্তব্য রাখেন খ সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও ঝাড়খণ্ডের নানান এলাকা থেকে আগত আলেম, উলেমা ও ইমামগন। দেশের বিভিন্ন প্রান্তে” আই লাভ মোহাম্মদ ” বিষয় ঘিরে অন্যান্য রাজ্যের সরকার মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর যে অন্যায় অবিচার করছে এবং যা সম্পূর্ণ অসাংবিধানিক।
এরই প্রতিবাদে গায়সারা গ্রামে উপস্থিত বক্তারা তীব্র প্রতিবাদ জানান।
প্রতিটি মানুষেরই নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রয়েছে। সংবিধানেও সেই অধিকারের কথা উল্লেখ রয়েছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ যাতে অন্যান্য ধর্মের মানুষদের মতো স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারে, তাঁতপাড়া অঞ্চলের গায়সারা গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারই তীব্র দাবি জানালেন প্রায় হাজার খানেক মুসলিম সম্প্রদায়ের মানুষ।


