রাজনগরে বালি নিয়ে বিক্ষোভ বিডিও অফিসের সামনে

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বালি না মেলায় কাজ আটকে, রাজনগরে রাজমিস্ত্রিদের বিক্ষোভ মিছিল সংগঠনের পক্ষ থেকে।
    রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সমস্যার কথা রাজনগরের যুগ্ম বিডিও কে জানানো হলো।
    দীর্ঘদিন ধরেই বালির সমস্যার কারণে বাড়ি ঘর তৈরি করতে পারছেন না এলাকাবাসীরা, পাশাপাশি রাজমিস্ত্রিদেরও কাজ বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। রাজনগর এলাকায় মাঝে মধ্যে বালি পাওয়া গেলেও তা ট্রাক্টর প্রতি চার হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রাজমিস্ত্রি ইউনিয়নের। বালির অভাবে রাজমিস্ত্রিদের কাজ বন্ধ থাকায় অনেকেই ভিন রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। সেখানেও তাদেরকে সাম্প্রদায়িকতার শিকার হতে হচ্ছে। সাম্প্রতিক বেশ কয়েকটি এরকম ঘটনা সামনে এসেছে। এসব সমস্যার কথা মাথায় রেখেই সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে রাজনগরের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা এবং রাজনগরের যুগ্ম-বিডিও কাশিদ হোসেনকে সমস্যার কথা জানালে যুগ্ম-বিডিও মহম্মদ কাশিদ হুসেইন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেখ ইসলাম সহ মতি মহম্মদ, বাপি দাস, ষষ্ঠীপদ মাল, সেখ মুদ্দীন সহ অন্যান্যরা।