|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজ হেলপেজ ইন্ডিয়ার সমস্ত বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গুলি তাদের নিজ নিজ গ্রামে পতাকা উত্তোলন করেন । প্রধানত রাজনগর ব্লক এর তিনটি গ্রাম পঞ্চায়েত গাঙমুড়ি জয়পুর রাজনগর ও তাতিপাড়া এর অধীনস্থ প্রায় সকল গ্রামগুলিতে বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গুলির পক্ষ থেকে যথাযোগ্য সম্মানের সহিত আজ 15 ই আগস্ট স্বাধীনতা দিবস দিনটি পালন করা হয় । প্রত্যেকটি গোষ্ঠী সামাজিক দূরত্ব রীতি নিয়ম মেনে ও এই করোনার মহামারীর কারণে অন্যান্য সর্তকতা অবলম্বন করে আজকের এই দিনটি উদযাপন করলেন । যেমন লাউ জরের তুলসী বাগদী যিনি বয়স্ক স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলা সদস্য তিনি তার 75 বছর বয়সের জীবনে এই প্রথম পতাকা উত্তোলন করলেন পতাকা উত্তোলনের সময় তার চোখে-মুখে অনাবিল
আনন্দের ছোঁয়া চোখে পড়ার মতো ছিল । তুলসী বাগদির মতোই আরো প্রচুর বয়স্ক মানুষ আজ এই স্বাধীনতা দিবস উদযাপনের অংশগ্রহণ করেন
এবং তারা আনন্দিত এবং খুশি অনুভব করেন ।
হেল্প এইজ ইন্ডিয়া রাজনগরের প্রজেক্ট এক্সিকিউটিভ প্রভাকর মন্ডল জানান
বয়স্ক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আজকে ভীষণ খুশী এই দিনটি উদযাপন করে । যখন আমাদের সমাজের এমন অনেক বয়স্ক মানুষ বয়স বাড়ার সাথে সাথে এবং বার্ধক্য এসে উপস্থিত হওয়ার সাথে সাথে যখন নানা সামাজিক কাজকর্ম ও অন্যান্য কাজ কর্ম থেকে অনেকটা দূরে সরে যায় ঠিক সেই সময়ই বয়স্ক গোষ্ঠীর সদস্য রূপে আজ তারা আবার স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট এই দিনটি পালনের মাধ্যমে নিজেদেরকে আবার সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করতে পেরে ভীষণ গর্ব অনুভব করছেন ।