|
---|
অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করল ভারত। তবে অন্যবারের তুলনায় এবার স্বাধীনতা দিবসের পালন কিছুটা আলাদা রকমের । করোনাভাইরাস মহামারীর কারণে এবার জমায়েত এড়িয়ে যেতে হবে। দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন অসংখ্য বিপ্লবী।তাঁদের প্রচেষ্টায় শেষপর্যন্ত ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। ‘ইউনিয়ন জ্যাক’-কে চিরতরে সরিয়ে দিয়ে সারা ভারতে উড়েছিল তেরঙা। মুক্ত হয় প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসন থেকে। শহরের পাশাপাশি গ্রামেও পালিত হল স্বাধীনতা দিবস।
প্রতি বছর স্বাধীনতা দিবসের সকালে সেই জাতীয় পতাকা উত্তোলনের মুহূর্তে গায়ে কাঁটা দেয় সকলের। পাড়ায় পাড়ায় পালিত হয় স্বাধীনতা দিবস। কিন্তু এবার করোনাভাইরাস মহামারীর কারণে পতাকা উত্তোলন অনুষ্ঠান কিছুটা ধাক্কা খেয়েছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লকের বিভিন্ন গ্রামে দেখা গেল জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গান গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে। আমাদের তরফ থেকে সকলের উদ্দেশ্যে এই বার্তা রইল যে ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন ভারত গড়ে তোলার শপথ নিই। যে ভারতে ঘৃণার কোনও জায়গা থাকবে না। ভালোবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম। স্বাধীনতা দিবসের অনেক-অনেক শুভেচ্ছা