|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ কাটোয়ার ‘নন্দীগ্রাম’ গ্রামে ঢোকার মূল রাস্তাটি দীর্ঘদিন বেহাল থাকার পর অবশেষে ৪৪ লাখ ৮৬ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে সংস্কারের কাজে হাত লাগিয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। বর্তমানে তাই রাস্তা সারাইয়ের কাজ কেমন চলছে তারই পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত।
সঙ্গে ছিলেন কাটোয়া ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, তনুশ্রী সাহা এবং শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জগন্নাথ রুদ্র, পলসোনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর সাহা সহ বিশিষ্ট জনেরা। রাস্তা সংস্কারের পাশাপাশি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি রাস্তার পাশেই তৈরি হোক জল নিকাশির ড্রেন।
গ্রামবাসীদের তরফ থেকে আজ তারই আর্জি জানানো হল পূর্ত কর্মাধ্যক্ষকে এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন উত্তম বাবু। দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। এই গ্রামেরই এক বাসিন্দা চীরঞ্জীব রায় জানালেন।