|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম সাহেব ও গ্রাম পঞ্চায়েতের প্রধান দের নিয়ে ইদুজ্জোহা উপলক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো কেতুগ্ৰাম ১নং ব্লক অফিসে। উপস্থিত ছিলেন বিধায়ক সেখ শাহনাওয়াজ কেতুগ্ৰাম থানার আইসি সুমন চ্যাটার্জী,বিডিও বনমালী রায়।
করোনা ভাইরাসের জেরে গোটা দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে নামাজ পাঠ হবে, প্রত্যেকটি মানুষ মাক্স পড়ে নামাজ পড়বেন, এক কাছে বহু মানুষ জমায়েত হয়ে নামাজ পড়বেন না এই বার্তা দেন প্রশাসনের আধিকারিকরা মসজিদের ইমাম সাহেবদের। করোনা ভাইরাস নিয়ে মানুষ যাতে করে আরো সচেতন হতে পারে সেই জন্য বিশেষ বৈঠক।