পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মহিলা ফুটবল ও ক্যারাটে প্রতিযোগিতা

বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ভাতার থানার ব্যবস্থাপনায় মহিলা ফুটবল ও ক্যারাটে প্রতিযোগিতা ও সংগ্রামী মহিলাদের সম্মান জানানো হলো ভাতার হাইস্কুল মাঠে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার Dy.SP (D&T) সৌরভ চৌধুরি, ভাতার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ মহেন্দ্র হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, সান্তনু কোনার সহ বিশিষ্ট জনেরা।

    ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানান “জেলা পুলিশের নির্দেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

    ভাতার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ মহেন্দ্র হাজরা বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে ভাতার থানার ব্যবস্থাপনায় মেয়েদের ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, এটা দারুণ উদ্যোগ। এই উদ্যোগকে কুর্নিশ জানাতেই হয়।”