|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: এদিন বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে হাউস থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
তিনি বলেন “বাংলা সবকিছুতে পিছিয়ে ছিল। এখন বাংলা উন্নয়নের শিখরে। রাজস্ব সংগ্রহ বেড়েছে ৪ গুণ। ১০০ দিনের কাজে প্রথম আমরা। ক্ষুদ্র ও কুটির শিল্পে সবচেয়ে বেশি লগ্নি হয়েছে বাংলায়।। ছাত্র-ছাত্রীদের ট্যাব দিয়েছি।”
তিনি আরো জানান “দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে ৮০ হাজার ক্যাম্পে এক কোটির বেশি মানুষ এসেছে। দুয়ারে রেশন চালু করেছি। ২১ হাজার ডিলার রাজ্যবাসীকে খাদ্যসামগ্রী দিচ্ছেন। আমরা চাই শিল্প হোক, ওরা চায় দুর্ভিক্ষ হোক। দেউচা পাচামিতে এক লক্ষ মানুষের চাকরি হবে।”
এরপর তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। তিনি জানান “কেন্দ্র থেকে কোনও সাহায্য পায়নি। আগের কংগ্রেস সরকারের সাহায্য করেনি। এখন বিজেপি সরকারও করছে না। আমফানের টাকা পর্যন্ত দেয়নি। দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে এই সরকার। ওদের লজ্জা নেই।”
কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানান “আমরা কৃষকদের পাশে আছি। বাংলার কৃষকরা আমাদের গর্ব। তাদের গাড়ি চাপা দিয়ে আমরা মারিনি।”
উল্লেখ্য, আজ বিজেপি বিধায়করা মোদির নামে জয়ধ্বনি ও জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ও ওয়াকআউট করেন।