|
---|
আজ সেই ১৪ ই ফেব্রয়ারি পুলওয়ামা হামলার দিন
নতুন গতি, ওয়েব ডেস্ক: আজ সেই অভিশপ্ত ১৪ ই ফেব্রুয়ারি ভারতবাসীর কাছে অভিশপ্ত দিন। এই দিনই ভারতীয় তরতাজা ৪৫ জন সেনা জওয়ান কে হারিয়েছিলেন, কত মায়ের বুক খালি হয়েছে, কেউবা বাবাহারা কেউবা কেউবা ছেলে, দেখতে দেখতে একটি বছর কেটে গেল যদিও এখনও কোন সঠিক তদন্ত এই হলো না।
গত ১৪ ই ফেব্রুয়ারি ২০১৯ এই দিনটায় যখন গোটা দেশ ভালোবাসা দিবস পালন করতে ব্যস্ত তারি মাঝে এক শোক সংবাদ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে।