| |
|---|
নূর আহমেদ, মেমারি ১৮ অক্টোবর এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় বেলা দুটো থেকে থেকে চারটে পর্যন্ত। পরে একটি আলোচনা সভা শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত সারা বাংলার মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করেন বিগত কুড়ি বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের এখানকার ছাত্ররা কৃতিত্বের সঙ্গে সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে আজ তারা প্রতিষ্ঠিত। কুড়ি বছর পরে প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়েছেন তাদের এই বিদ্যায়তনে। তাদের সঙ্গে থাকছেন বিদ্যালয় এর বর্তমান এবং প্রাক্তন শিক্ষক মন্ডলীয়। বর্তমান ছাত্ররা স্বাগত জানান প্রাক্তনীদের।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ গোলাম আহমাদ মোর্তজা,এই সভায় স্মারক বক্তৃতা দেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ মাননীয় আহমেদ হাসান। তিনি প্রয়াত গোলাম আহমাদ মোর্তজা । এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মূল্যায়ন করেন। মামুন ন্যাশনাল স্কুল পশ্চিমবাংলার মধ্যে এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়াত গোলাম আহমদ মোর্তাজা সাহেবের স্বপ্ন ছিল এক অনন্য সেতুবন্ধনের।
হাপেজ বা আলেম হয়েও একজন ছাত্র বা ছাত্রী যেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনবিদ বা সিভিল সার্ভেন্ট হয়ে দেশের সেবা করতে পারে।
মামুন ন্যাশনাল স্কুল প্রতিটা শিক্ষার্থীর ভবিষ্যতের দীসার জন্য এক অন্যতম পথপ্রদর্শক।
এদিন উপস্থিত ছিলেন আই এস মাননীয় সেখ নুরুল হক,প্রাক্তন আমলা মাননীয় সৈয়দ নাসিরুদ্দিন, এই অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মামুন স্কুলের সেক্রেটারি কাজী মোঃ ইয়াসিন।


