|
---|
খান আরশাদ, বীরভূম:
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত্রি প্রায় পৌনে দশটা নাগাদ রাজনগর থানার ASI মদন সরকার, পুলিশ কর্মী গোলাম মুর্শেদ, অরূপ কুমার রুজ ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা রাজনগর থানার অন্তর্গত ফুলবাগান নামক স্থানে নাইট ডিউটি করেছিলেন । সেসময়ই দ্রুত বেগে লোহার বার ভর্তি একটি পিকআপ ভ্যান ঝাড়খণ্ডের দিক থেকে রাজনগরের দিকে আসছিল। পুলিশ গাড়ি চালক এর কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ঝাড়খন্ড থেকে লোহার বার গুলি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। ১৪ টি লোহার বার ভর্তি রয়েছে ওই পিক আপ ভ্যানটিতে। রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে পুলিশ লোহার বার গুলি বাজেয়াপ্ত করে এবং ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সিউড়ি আদালতে পেশ করার জন্য নিয়ে যায়। ধৃত অশোক কুমার মণ্ডল (৩৬) বাড়ি আসানসোল, থানা- দুমকা, জেলা- দুমকা, ঝাড়খণ্ড ও লক্ষ্মী দাস (২৬) বাড়ি কুমরাবাদ, থানা- দুমকা, জেলা- দুমকা, ঝাড়খণ্ড।