রাতের অন্ধকারে অশান্ত পরিবেশ রুখতে বাজারে বাজারে মোতায়েন করা হলো সিভিক!

রায়দিঘী:নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘী থানার আই সি মানষ চ্যাটার্জির নির্দেশে বাজারে বাজারে কড়া নিরাপত্তা,মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ার।জানাযায় বিগত কয়েকবার রাতের অন্ধকারে মথুরাপুর ২ ব্লকের বিভিন্ন বাজারে নেশা জাতক দব্য খেয়ে এবং মদ্যপ অবস্থায় কিছু অসাধু ব্যক্তি গন্ডগোল করার চেষ্টা করে, সেই বিষয় গুলি স্থানীয় রায়দিঘী থানার আই সি মানষ চ্যাটার্জির কানে পৌঁছাতে আই সি নড়ে চড়ে বসে, তারপর সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে মথুরাপুর ২ ব্লকের ভিন্ন ভিন্ন বাজারে মোতায়েন করা হলো ২টি করে সিভিক। তাছাড়া রাতে পুলিশের টহলদারি থাকছে কড়াকড়ি ভাবে,রাতের অন্ধকারে রায়দিঘী বাজারসহ বিভিন্ন বাজারে রাত দশটার পরে নেশাগ্রস্ত অবস্থায় বা সন্দেহ জনক ভাবে কোন ব্যক্তি ঘোরাঘরি করলে রায়দিঘী থানার পুলিশকে ইনফর্ম করার মৌখিক নির্দেশ প্রশাসনের।পুলিশের নিরাপত্তা নিয়ে এক ব্যক্তি বলেন প্রায়সয় বাজারে নেশা জাতক দ্রব্য ও মদ্যপ অবস্থায় গন্ডগোল করতে দেখেছি কিছু অসাধু ব্যক্তির ,তবে পুলিশের পক্ষ থেকে বাজারে বাজারে সিভিক মোতায়েন করা হয়েছে এবার বাজার গুলি শান্ত থাকবে বলে মনে করছি,অসংখ ধন্যবাদ জানায় রায়দিঘী থানার আই সি কে,ধন্যবাদ জানাই সকল পুলিশ আধিকারিককে।