|
---|
সংবাদদাতা : ৫ই সেপ্টেম্বর শুক্রবার শব্দবিতান প্রকাশনীর “শারদ পত্রিকা” ও “মুক্তি” সংকলন উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কলকাতার বৌবাজারের হেমন্ত বসু ভবনের লীলা রায় সভাঘরে । প্রকাশনীর কর্ণধার ড: সুবিদিতা কুণ্ডুর ঐকান্তিক প্রচেষ্টায় উন্মোচিত হয় “শব্দবিতান শারদ”, দ্বিতীয় বর্ষ । মঞ্চাসীন গুণী ব্যক্তিবর্গ হলেন দুই বাংলার কবি আরণ্যক বসু, কবি অশোক মুখোপাধ্যায়, কবি শ্রী সদ্যোজাত এবং সাহিত্যিক ও পরিচালক নির্মাল্য বিশ্বাস । এই দিন শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষিকা অনিন্দিতা শাসমল, স্নিগ্ধা দত্ত ও ঈশা দে কে সম্বর্ধিত করা হয় । উপস্থিত অন্যান্য গুণীজন হলেন সুনীল বণিক, স্বপ্ননীল বিশ্বাস, শিল্পী দাস, শুভ্র ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী , চৈতালি রায়, সৌমিক ঘটক, সুচিত চক্রবর্তী, ডঃ অরুপ মণ্ডল, তিমির বরণ চক্রবর্তী, সুভ্রা রায়, সৌমেন্দ্র দত্ত ভৌমিক, মীনা রায় বন্দ্যোপাধ্যায় এবং প্রমুখ সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিত্ব। উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ, বই প্রকাশ প্রভৃতির মধ্য দিয়ে এগিয়ে চলে শব্দবিতান প্রকাশনীর দ্বিতীয় বর্ষের এই অনুষ্ঠান। দশ জন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন তিয়াসা মুখোপাধ্যায়। শব্দবিতান প্রকাশনীর পক্ষ থেকে আরণ্যক বসুর আবৃত্তি কর্মশালারও আয়োজন করা হয়েছিল । সেখানে যোগদান করেছিলেন বাচিক শিল্পী সুজাতা ঘোষ, দীপিকা মিশ্র, স্নেহাঙ্গনা ভট্টাচার্য্য, দীপা ভৌমিক, সুদীপা ভট্টাচার্য্য, সোমা বসু, সঙ্ঘমিত্রা চৌধুরী ও সুপর্ণা রায় এবং প্রমুখ। সকলের ঐকান্তিক আবেদনে শব্দবিতান প্রকাশনী খুব শিগ্রি আরেকটা কর্মশালার আয়োজন করবে ।