“প্রেমে বিশ্বাসঘাতকতা” গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী

“প্রেমে বিশ্বাসঘাতকতা” গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী

    নতুন গতি, মালদা : প্রেমে বিশ্বাসঘাতকতা করায় অবসাদে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির এক ছাত্রী। প্রেমিক বিশ্বজিৎ ঘোষকে দায়ী করে একটি সুইসাইড নোট লিখে রেখে গেছে ওই ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য চাঁচল থানার ঘোষপাড়া এলাকায়। রবিবার ওই ছাত্রীর ঝুলন্তদেহ উদ্ধার করেন এলাকাবাসী। পরে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হলে মালদা মেডিক্যাল কলেজের মর্গে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সুমি ঘোষ(‌১৬)‌। বাবা মঙ্গলু ঘোষ পেশায় সবজি বিক্রেতা। মা পারুল ঘোষ একটি বেসরকারি নার্সিং হোমের কর্মী। সুমি স্থানীয় রাণী দাক্ষায়নী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়িতে কেউ তখন ছিল না। ওই সময় আত্মঘাতী হয় সে। জানিয়েছে পুলিশ। বাবা মঙ্গলু ঘোষ অভিযোগ করে বলেন, “বিভিন্ন অছিলায় মেয়ের ওপর অত্যাচার করছিল বিশ্বজিৎ। মেয়ে তার সুইসাইড নোটে বিশ্বজিতকে দায়ী করেছে। বিশ্বজিতই আমার মেয়েটাকে খেলো। আমরা ওর উচিৎ শাস্তি চাই।”