|
---|
সংবাদদাতা : আজ পবিত্র ঈদ। ফুরফুরা শরিফ মুন্সিজি ভবনে ঈদের নামাজ পরালেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েসনের সভাপতি আবু আফজাল জিন্না। শাড়াশাড়ি আক্রমণের মধ্য দিয়ে পালিত হল ঈদ। বিশেষ বক্তব্যে বলেনযে ,দেশ তথা সারা বিশ্ব করনা ভাইরাসে জর্জরিত এবং আমফান ঝড়ে কাবু এহেন পরিস্থিতি তে নিরানন্দভাবে বিষাদময় ঈদ পালন করা হল।সোসাল ডিন্ট্যান্স তথা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে নামাজ পাঠ করা হল বলে জানান আবু আফজাল জিন্না। ফুরফুরা শরিফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেন এরকম স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে ঈদের নামাজ পালন করা এটাই যথার্থ। তিনি এতে সন্তোষ প্রকাশ করেছেন। দেশবাসীর কল্যাণ ও করনাভাইরাস মুক্ত এক নতুন সকাল যেন দেখতে পায়। যে সকালটা শান্তির, যে সকালটা মৈত্রির, যে সকাল টা ভালবাসার হয়ে গড়ে উঠবে ভারতবাসীর জন্য। সকলে সাবধানে থাকবেন। নিরাপদে থাকবেন। বাড়িতে থাকবেন ।